বুধবার, ২৪ জুলাই, ২০১৩

ট্রাফিক আইন অমান্য করার কি শাশ্তি নাই ?!

গতকাল অফিসের গাড়ি দিয়ে বাসায় ফিরছিলাম। আমাদের গাড়ির চালক ট্রাফিক আইন অমান্য করে রাস্তা পার হওয়ার চেষ্টা করল। অমনি দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমাদের গাড়ীটা আটকাল। চালকের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে। গাড়ীর অন্যান্য কাগজপত্র সব ঠিক আছে ! তাই আমাদের ছেড়ে দিল। কিন্তু আমার অজানা জিজ্ঞাসা রয়ে গেল তবে কি ট্রাফিক আইন না মানার জন্য শাস্তির বিধান নেই? গাড়ীর কাগজপত্র ঠিক মানেই আমি আমার গাড়ি বেপরোয়া হয়ে যাবে!
আমার জানার আগ্রহ রয়ে গেল কিন্তু জিজ্ঞাস করতে গেলাম না ! জানতে গেলেই দেরি হয়ে যাবে রাস্তা এবং লেনদেনের একটা পর্ব যে চলে আসতে পারে এটাও আমাদের মোটামুটি জানা আছে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন