বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কঠোর আন্দোলন মানেই হল হরতাল !?!

ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য সব চেয়ে কঠিন পথটি বেছে নেয়া হয়েছে হরতাল। হরতাল দিলে কি ইলিয়াস আলী বের হয়ে আসবে ? সম্ভব ? দেশ প্রেমিক নেতারা দেখি দেশ প্রেম ভুলে গিয়ে নিজেরে একে অপরকে ঘায়েল করার একটা সুন্দর কারন খুঁজে পেয়েছে ।এক দল অন্য দলকে দোষ দিয়ে যাচ্ছে। কিন্তু ফলাফল শুন্য !!

হরতাল দেয়া ছাড়া নাকি আর কোন উপায় নেই আন্দোলনের ! ব্যাস শুরু হয়ে যাবে আবার হরতাল ! বন্ধ হয়ে যাবে সাভাবিক জীবনযাপন ! ইলিয়াস আলি আর তার ড্রাইভারকে খুঁজে পেতে চাই আমরা সকলেই !! কিন্তু খুঁজে পেতে হরতালের মত এটা নোংরা পন্থাকে বেছে নেয়া মোটেও ঠিক নয় !!

বরং তাকে কিভাবে খুঁজে বের করা যায় সেই ব্যাপারে সকলের এক হওয়া দরকার ! হরতাল দিয়ে আন্দোলন করে কি খুঁজা যায় ? বরং খুঁজে পেতে সকল কৌশল অবলম্বন করুন !

হরতালের রাজনীতি পুরোপুরি বন্ধ করে দেয়া দরকার আইন করে !! হরতাল কোন কারনেই গ্রহনযোগ্য হতে পারেনা না !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন