বুধবার, ২৪ জুলাই, ২০১৩

অর্থনৈতিক বিপর্যয় !!!! বেসরকারি চাকুরীজীবীদের চাকুরিচুত হওয়ার আতঙ্ক !!!

যারা বেসরকারি চাকরিতে কর্মরত তারা এখন অনেকেই আতঙ্কে রাত দিন কাটান চাকুরিচ্যুত হওয়ার ভয়ে! এই জনবহুল রাষ্ট্রে একটি চাকরি এমনিতেই সোনার হরিণ! অনেক কষ্ট ও ত্যাগ এর বিনিময়ে একটা কাজের জোগান নেয়া হয়। এই চাকরিটার উপর নির্ভর করে বেঁচে থাকে একটা পরিবারের ৪/৫ জন সদস্য। হুট করে এক মাসের নোটিশে একটা কর্মী ছাঁটাই করলে এক সাথে অনেক গুলো মানুষের জীবনে প্রভাব ফেলে। আমরা কিভাবে এই ভয়াল জীবন থেকে রক্ষা পাব ??

একদিকে চাকরি হারানোর ভয়, অন্য দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি! নিষ্ঠুর নির্মম শহরে বেঁচে থাকা আর টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত সাধারন মানুষ। কতইনা চাঁপা কষ্ট বুকে বেঁধে নিম্ন আয়ের মানুষরা প্রতিদিন যন্ত্রের মত ছুটেঁ বেড়াচ্ছে। কেউ কারও কোন খবর রাখেনা। চাইলেও পারে না। কি হবে আমাদের??

সাধারন মানুষরা যারা পথেও নামতে পারে না কিছু করতেও পারে না সরকার তাদের জন্য কি কিছুই করবে না???

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন