বুধবার, ২৪ জুলাই, ২০১৩

ঘ্যাঁচাং করে দিছি!

হ্যালো! ওসি সাহেব আমি দেশ প্রেমিক বলছি।
অতি সম্প্রতি রবি মোবাইলের একটি বিজ্ঞাপন সকলের নজর কেড়েছে। দেশ প্রেমিকের বিজ্ঞাপন! দেশ প্রেমিকরা দেশের সন্ত্রাস দূর করতে ওসি সাহেবকে ফোন করে সন্ত্রাসী ধরিয়ে ঘ্যাঁচাং করে দেয়! সুন্দর এবং একটি সচেতন বিজ্ঞাপন।
”ঐ ওস্তাদেরে কে ধরায়ে দিল?”
পাশ থেকে ”হি হি হি আমি আমি ওস্তাদরে ঘ্যাঁচাং করে দিছি, টের পায় নাই”!
কিন্তু বাস্তবে কি এটা সম্ভব?
১। এতো সৎ ওসি কি আমরা পাব যে ফোন করলেই ঘ্যাঁচাং করে দিবে! আটকে রাখবে?
২। আদৌ কি এমন একজন দেশ প্রেমিক পরবর্তীতে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন?

সেলুনের নাপিতটির মত আমিও যদি ঘ্যাঁচাং করতে চাই কাউকে,  তবে নিশ্চিত নিজেই ঘ্যাঁচাং হয়ে যাবো! এটি-ই আমাদের দেশের সত্যিকারের দৃশ্য। গুম হয়ে যাবো কিংবা নিখোঁজ। দেশ প্রেমিক হতে গিয়ে পরিবার হারাবে এবং হারাচ্ছে তাদের প্রিয়জনকে!
থানায় দিয়ে একটি জিডি এন্ট্রি করতে যে  পরিমান ধকল পোহাতে হয় সেখানে ঘ্যাঁচাং করা দেশ প্রেমিকরা কি করে একজন ওস্তাদকে ধরিয়ে দিবে? আমাদের দেশে এমন ওসি(!) এমন থানা(!) এমন প্রশাসন(!) কবে হবে? কবে আসবে?
তবে ঘ্যাঁচাং ঘ্যাঁচাং ঘ্যাঁচাং করার দিন সত্যি চলে এসেছে। সত্যিকারের দেশ প্রেমিকরা জেগে উঠলে ঘ্যাঁচাং করা সেকেন্ড এর কাজ! কেউ কিছু করতে পারবেনা! আটকে রাখতে পারবে! স্বয়ং ওসি সাহেবও নড়ে চড়ে বসবেন কাজ করবেন ঘ্যাঁচাং করতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন