বুধবার, ২৪ জুলাই, ২০১৩

পর্যটন শিল্পের বাংলাদেশ ও পর্যটনের দুর্গতি!

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে ভ্রমনকারীদের একসময় মুগ্ধ করেছে। প্রাকৃতিক এই সৌন্দর্যের লীলাভূমি উন্নয়নের মাধ্যমে দক্ষিন এশিয়ার একটি পর্যটন মডেল হতে পারতো যদি সুন্দর করে সব সম্ভাবনাকে কাজে লাগাতে পারতো। আমাদের দেশি আয়তনে অনেক দেশের তুলনায়ই ছোট। কিন্তু বিদ্যমান পর্যটন আকর্ষণে যে বৈচিত্র্য আছে সেটা সহজেই পর্যটকদের আকর্ষণে আনা যেতো। কিন্তু সেই সম্ভাবনার দ্বার আস্তে আস্তে বন্ধ হয়েই যাচ্ছে। সেই দিকে কারও নজর নেই তাই বাড়ছে বিদেশে ভ্রমনে আগ্রহ।
একক, পারিবারিক, অফিসিয়াল, বন্ধু আড্ডা  যে কোনো ধরনের ভ্রমন মানেই মালায়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই তিনটি দেশ টপ চার্ট-এ আছে!  দার্জিলিং, সিমলা, মানালি ভারত ভ্রমন কমে গেছে।! তবে যারা বিত্তশালী তাদের হিসাবটা ইউরোপ ট্যুর, এশিয়া ট্যুর  ধরনের হয়ে থাকে। কিন্তু কেন এই দেশগুলুতে ভ্রমন করতে যাওয়া হয়? এমন ৮/১০ জনের সাথে আমি কথা বলেছি। কারন আমি বিদেশ ভ্রমনে যাইনি। কিন্তু আমি দেশের বেশীরভাগ দর্শনীয় স্থানগুলু পরিদর্শন করেছি নানা সময়ে। কিছু কিছু যায়গায় একাধিকবারও গিয়েছি! কিন্তু আমার চেনা জানা যারা একাধিকবার বিদেশ ভ্রমনে গিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ দেশে দু একটি জায়গাতে বেড়াতে গেলেও এমন কয়েকজন আছেন যারা নাক সিটকে কথা বলেন!
তাহলে এবার তাদের কয়েকজনের সাক্ষাতকারমূলক মন্তব্যগুলু শুনি! যেগুলুর পিছনের যুক্তিগুলু যুক্তিযুক্ত এবং বিরক্তিকরও বটে!
১. বাহ রে বিদেশে গেলে খরচ কম ! ঢাকা ব্যাংকক ঢাকা বিমান ভাড়া মাত্র ১৭০০০/ টাকা ( যেটা ব্যাংকক এয়ার আজকে অফার দিছে)!
২. সুন্দর পরিছন্ন দেশ
৩. পর্যটন কেন্দ্র গুলু খুব গুছানো এবং আকর্ষণীয়!
৪. কেনা কাটা ইয় মানসম্মত পণ্য পাওয়া যায় !
৫. আমি গিয়েছি খাবার দাবার, প্রসাধন সামগ্রী আনতে (যিনি ব্যাংকক গিয়েছেন)
৬. ব্যাংকক গিয়েছি সুন্দর পাতায়া বীচ দেখতে!
৭.  মালয়শিয়া গিয়েছি  কম্পিউটার এর যন্ত্রাংশ কিনতে, ওখানে সহজলভ্য এবং সকল রকমের যন্ত্রাংশ পাওয়া যায়
৮. সিঙ্গাপুর গিয়েছি বার্ড পার্ক দেখতে !
৯. একটি ছোট দেশ কত গুছানো পরিস্কার সিঙ্গাপুর !
১০. নিরাপত্তা শতভাগ
১১. বিদেশ ভ্রমন করা হল
আহা অহঙ্কারে বুক ভরে যায়! সংক্ষেপে যদি বলা হয় তবে –
-  ব্যাংকক এর পাতায়া বীচ এটি আসলে একটি লেক! যেটিকে ঐ দেশি সরকার সুন্দর করে গুছিয়ে পর্যটন কেন্দ্র খোলা হয়েছে।
- সিঙ্গাপুরের বার্ড পার্কে কি আছে? নানা প্রজাতির পাখি ! সুন্দর সুন্দর রঙ ঢঙের।
-  মালয়শিয়া! খুবই গুছানো দেশ! পেট্রোনাশ টাওয়ারটা খুব দর্শনীয়।
পক্ষান্তরে আমাদের দেশে কি নেই?  আমাদের দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক এবং আকর্ষক স্থান আছে !  কি কি আছে যদি সেটির একটি ছোট তালিকা তুলে ধরি তাহলে দেখা যায় –
প্রাকৃতিক:
- পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, কক্সবাজার
- পৃথিবীর অন্যতম বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, খুলনা
- একমাত্র সুমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায়, কুয়াকাটা, পটুয়াখালী
- লাউয়াছড়া ইকোপার্ক,  সিলেট
- নিঝুম দ্বীপ,  নোয়াখালী
- জাফলং , সিলেট
ধর্মীয়:
- হযরত শাহজালাল মাজার,  সিলেট
- কান্তজী মন্দির,  দিনাজপুর
- ময়নামতি, কুমিল্লার
- ঢাকেশ্বরী মন্দির , ঢাকা
- হোশনি দালান, ঢাকা
প্রাচীন স্থাপত্য:
- লালবাগ কেল্লা, ঢাকা
- আহসান মঞ্জিল, ঢাকা
- সোনারগাঁ, নারায়ণগঞ্জ
- বড় কাটরা, ঢাকা
-পাহাড়পুর  বৌদ্ধ বিহার (বর্তমান মহাস্থানগড়), বগুড়া
ব্রিটিশ স্থাপত্য
- কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
- নর্থ ব্রুক হল, ঢাকা
আধুনিক স্থাপত্য
-জাতীয় স্মৃতিসৌধ, সাভার
-বাংলাদেশ জাতীয় যাদুঘর, শাহবাগ , ঢাকা
-জাতীয় সংসদ ভবন, ঢাকা
- কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
- নভো থিয়েটার, ঢাকা
কিন্তু এত কিছু থাকতেও আমাদের পর্যটক নেই কেন? আমরাই আমাদের দেশের দর্শনীয় স্থানগুলু দেখার পর্যটক নই তাহলে বিদেশী পর্যটক আসবে কি করে! কারন অবকাঠামোগত অসুবিধা ছাড়াও নিরাপত্তা নিয়ে পর্যটকরা সবসময় আতঙ্কে থাকেন। পর্যটন কেন্দ্রগুলুতে ফেরিওয়ালাদের উৎপাত এবং জিনিস পত্রের চড়া দর দামে পর্যটকরা বিরক্ত এবং পন্যের গুনাগুন নিয়ে তো শঙ্কা আছেই। এই জন্য পর্যটকেরা অনুৎসাহিত হন ঐ সব যায়গায় ভ্রমন করতে।
আমাদের দেশের পর্যটনের প্রাপ্য অর্থ এক অর্থে বিদেশ পাচার হচ্ছে! একটু নজর দিলেই আমাদের অর্থনৈতিক অবস্থার বেহাল দশা অনেক ভাবেই আমরা কাটিয়ে উঠতে পারি। এর মধ্যে পর্যটন বিভাগটি অন্যতম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন