বুধবার, ২৪ জুলাই, ২০১৩

সড়ক দুর্ঘটনা এবং নিরাপত্তা !!!!!!!!

সড়ক দুর্ঘটনা যে কেবল সড়ক মহাসড়ক এই ঘটে তা কিন্তু নয় !!! ইদানীং  দেখা যায় ফুটপাত দিয়ে চলাচলেও জীবনের নিরাপত্তা নাই !! রাস্তার পাশে গড়ে উঠা  স্থাপনা গুলোতে ব্যবহার করা হয়না নিরাপত্তা জাল আর সেই অনিয়মের শিকার হচ্ছে সাধারন পাথাচারি !! প্রতিনিয়ত ঘটছে এই ধরনের দুর্ঘটনা !!! এর  থেকে বাঁচতে আমাদের কি মাথায় হেলম্যাট পরে হাঁটতে হবে ?

নাকি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে ?? এই যথাযথ কর্তৃপক্ষ আসলে কে? আমরা নাগরিকরা তা বুঝতেই পারিনা। দেশের মানুষ রাস্তায় হাঁটতে যেয়ে মরে যাবে এমন অদ্ভূত দেশ আর কোথায় আছে?
আমরা নিরাপদে চলাচল করতে চাই রাস্তায় কিংবা ফুটপাতে !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন