বুধবার, ২৪ জুলাই, ২০১৩

অন লাইন পত্রিকাগুলোতে নোংরা মন্তব্যে ভরপুর! কিন্তু কেন?

আমাদের দেশে আমরা এখন অনেক সহজেই ঘরে বসে রাস্তায় চলাচল অবস্থায়  প্রায় সব রকমের দৈনিক পত্রিকা পড়তে পারি অন লাইনে! সেটার পাঠক শুধু দেশে নয়, দেশে ছাড়িয়ে বর্হিবিশ্বেও আসছে! আমিও মোটামুটি একজন দৈনিক পাঠক! পত্রিকাগুলোর বেস কয়েকটায় আবার কোন খবরের উপর পাঠক কমেন্ট করার সুযোগ পায়! অদ্ভুত হচ্ছে এক শ্রেণীর পাঠক যাচ্ছেতাই ভাষায় গালি গালাজ কিংবা কটু উক্তি দিয়ে একটা কমেন্ট করে! মাঝে মাঝে কেন বেশির ভাগ চলমান খবরের পাতাগুলুতেই এত নোংরা ভাষা ব্যাবহার করা হয় সেই দিকে পত্রিকা কর্তৃপক্ষের মনে হয় কোন ভ্রুক্ষেপ নেই। পত্রিকার নিউজে নীচের কমেন্টগুলো পড়লেই বুঝা যায় আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত ও অসুস্থ।
আশা করছি সকল পত্রিকার সম্পাদক মহোদয় এই দিকটিতে নজরজরদারি করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া যারা এই ধরনের আজে বাজে কথা উক্তি/ মন্তব্য করবেন তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক পদক্ষেপ চাই।
আমি কারও পক্ষ বিপক্ষের জন্য বলছিনা। শুধু সেইসব শিক্ষিত সচেতন মন্তব্যকারিদের বলতে ইচ্ছা করে ব্যক্তিগত মতামত এত নোংরাভাবে না বললেই কি হয় না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন