বুধবার, ২৪ জুলাই, ২০১৩

বর্ষার আগমন ! হৈ হৈ রৈ রৈ যত্রতত্র রাস্তা খোড়াখুড়ি শুরু !!

এটা ঢাকা শহরের নিত্য বছরের চিত্র। অনেক কিছু বদলে গেছে গত এক দশকে। কিন্তু এই দৃশ্যটা বদলায়না! এটাই এই দেশের নিয়ম! বর্ষা শুরু হওয়ার আগেই যেভাবে রাস্তা খোড়াখুড়ি শুরু হয়ে গেছে তা জনজীবনে ফেলেছে বিরাট দুর্ভোগ ! প্রতি বছর রাস্তা খোড়া হচ্ছে ! কিন্তু কেন ?

রাস্তা খোড়ার আগেই বিরাট আকারের পাইপে ছেয়ে গেছে রাস্তা !!! বন্ধ করে দিচ্ছে যখন তখন যেকোনো চলমান রাস্তা !!! কেন এই অনিয়ম ?? আমাদের দেশের বর্ষা প্রেমিক রাস্তা খোড়াখুড়ি বিশেষজ্ঞদের কি এই খনন কাজ আজীবন চালিয়ে জীবিকা নিরবাহ করার এই পন্থা? কি মধু আছে এইখানে যা শুধু বর্ষাকালে বেরিয়ে আসে? তাদের এই মধু খাওয়ার জন্য আমাদের মত সাধারন নাগরিকরা ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকি। সরকারের বিশেষজ্ঞরা কি বোঝেন কি যাতনা, কত দুর্ভোগ আমাদেরকে সইতে হয়? এই নাটক আপনারা কবে বন্ধ করবেন ??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন